অষ্টম শ্রেণী ইতিহাস ছোট ও বড়ো প্রশ্ন উত্তর পঞ্চম অধ্যায় সহায়িকা
History chapter Five questions and answers // অষ্টম শ্রেণী ইতিহাস প্রশ্ন উত্তর পঞ্চম অধ্যায় সহায়িকা
অষ্টম শ্রেণির ইতিহাস প্রশ্ন ও উত্তর : ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া: সহযোগিতা ও বিদ্রোহ (অধ্যায় পঞ্চম) পশ্চিমবঙ্গ ক্লাস 8 ইতিহাস : অষ্টম শ্রেণির ইতিহাস – (অধ্যায় পঞ্চম) প্রশ্ন ও উত্তর | পশ্চিমবঙ্গ ক্লাস (Eight) এর ইতিহাস নীচে দেওয়া হল। এই ক্লাস অষ্টম ইতিহাস প্রশ্ন ও উত্তর - WBBSE ক্লাস 8 ইতিহাস প্রশ্ন ও উত্তর, সাজেশন, নোট - একাধিক পছন্দ, সংক্ষিপ্ত, খুব সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর (MCQ, খুব সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, বর্ণনামূলক প্রশ্ন এবং উত্তর)ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া: সহযোগিতা ও বিদ্রোহ (অধ্যায় পঞ্চম) আসন্ন পশ্চিমবঙ্গ ক্লাস ৮ম অষ্টম ইতিহাস পরীক্ষার জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া: সহযোগিতা ও বিদ্রোহ (অধ্যায় পঞ্চম) – অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রশ্ন ও উত্তর খুঁজছেন তা হলে নিচের প্রশ্ন ও উত্তরগুলো মনোযোগ সহকারে পড়তে পারেন।
অষ্টম শ্রেণীর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন:তিতুমিরের প্রকৃত নাম কী ? তিনি কোথায় বাঁশের কেল্লা গড়ে তোলেন ?
উত্তর : মির নিসার আলি । তিনি বারাসত নারকেলবেড়িয়া অঞ্চলে বাঁশের কেল্লা গড়ে তোলেন ।
প্রশ্ন:ডিরোজিওর পুরো নাম কী ছিল?
উঃ । হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ।
প্রশ্ন:ডিরোজিও কে ছিলেন?উত্তর:হিন্দু কলেজের তরুণ শিক্ষক।
প্রশ্ন:হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: নবগোপাল মিত্র
প্রশ্ন:কে কবে গঙ্গাসাগরের সন্তান বিসর্জন প্রথা নিষিদ্ধ করেন
উত্তর: ১৮০৩ খ্রিস্টাব্দের লর্ড ওয়েলেসলি।
প্রশ্ন: কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ?
উত্তর:১৮২৯ খ্রিস্টাব্দের লর্ড উইলিয়াম বেন্টিং
প্রশ্ন: সতীদাহ প্রথা নিবারণে কে বেন্টিংকে সাহায্য করে?
উত্তর :রাজা রামমোহন রায়
প্রশ্ন:বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন?
উত্তর:১৮৯৩ খ্রিস্টাব্দে
প্রশ্ন:আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৮১৫ খ্রিস্টাব্দে কলকাতায় রাজা রামমোহন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন: ব্রাহ্ম সমাজ কে কবে প্রতিষ্ঠা
করেন?
উত্তর: ১৮১৮ খ্রিস্টাব্দের রাজা রামমোহন রায়।
প্রশ্ন: আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৮১৫ খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী ।
প্রশ্ন:কে কবে বেঙ্গল গেজেট পত্রিকা সম্পাদনা করেন?
উত্তর: ১৭৮০ খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি।
প্রশ্ন: সমাচার দর্পণ কবে কার সম্পাদনে প্রকাশিত হয়?
উত্তর: ১৮১৮ খ্রিস্টাব্দে মার্কস মেনর সম্পাদনায়।
প্রশ্ন:মুন্ডা বিদ্রোহ কবে শুরু হয়?
উত্তর: ১৮৯৯খ্রিস্টাব্দেশুরু হয়।
প্রশ্ন: সত্যসিভেক সমাজ কে প্রতিষ্ঠা করে?
উত্তর: জ্যোতিরাও ফুলে
প্রশ্ন: দুইটি আদিবাসী বিদ্রোহ নাম লেখ?
উত্তর: সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ।
প্রশ্ন: সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়?
উত্তর: ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়।
প্রশ্ন: সাঁওতাল বিদ্রোহে কজন নেতার নাম
লেখ?
উত্তর: সিধু ,কানু ,চাঁদ, ভৈরব
প্রশ্ন: মোপলা বিদ্রোহ কবে হয়?
উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ হয়
প্রশ্ন: ফরাসি আন্দোলনের কে কোথায় শুরু করেন?
উত্তর: পূর্ব বাংলায় ফরিদপুর অঞ্চলে হাজী শরীয়ত উল্লা ফরাসি আন্দোলনের শুরু করেন।
প্রশ্ন: তিতুমীরের প্রকৃত নাম কি?
উত্তর: মীর নিসার আলী।
প্রশ্ন: বাঁশের কেল্লা কবে ধ্বংস করা হয ?
উত্তর: ১৮৩১ খ্রিস্টাব্দে বাঁশের কেল্লা ধ্বংস করা হয।
প্রশ্ন: নীল বিদ্রোহ কবে হয়?
উত্তর: ১৮৫৯ খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ হয়।
প্রশ্ন: প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: প্রার্থনা সমাজ মহাদেব গোবিন্দ রানাডে প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন: নীলদর্পণ কে কবে রচনা করেন?
উত্তর:১৮৬০ খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র রচনা করেন
প্রশ্ন:হিন্দু পেট্রিয়ট পত্রিকা সম্পাদনা কে ছিলেন?
উত্তর: হরিশচন্দ্র মুখোপাধ্যায়
প্রশ্ন:কোথায় কবে কার নেতৃত্বে সিপাহী বিদ্রোহের সূচনা হয়?
উত্তর:১৮৫৭ খ্রিস্টাব্দে ব্যারাকপুরে মঙ্গল পান্ডের নেতৃত্বে সূচনা হয়
প্রশ্ন: উনিশ শতকে কয়েকজন সমাজ সেবিকার নাম লেখ ?
উত্তর:পন্ডিতা রামবাই, ভগ্নি শুভালক্ষী ,বেগম রোকেয়া।
১) সতীদাহ প্রথা কী ?
সতীদাহ প্রথা : পূর্বে হিন্দু সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল । সতীদাহ বলতে বোঝায় মৃত স্বামী শব্দদাহ করার সময় একই চিতার তার বিধবা স্ত্রীকে দাহ করা । একে সহমরণ প্রথাও বলা হয়।
সতীদাহ প্রথা রথ রদ:
রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় ১৮২৯ খ্রিস্টাব্দে আইন প্রণয়ন করে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন।
২) সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায়ের ভূমিকা বিবরণ দাও?
উত্তর: উনিশ শতকে পাশ্চাত্য উদারনৈতিক ভাবধারার উদ্বুদ্ধ হয়ে হিন্দু সমাজের নানান কুপথা তথা সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে রাজা রামমোহন রায়ের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ ।তার উল্লেখযোগ্য সমাজসংস্কার মূলক আন্দোলনের মধ্যে অন্যতম ছিল সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন।
সতীদাহ প্রতার বিরুদ্ধে রাজা রামমোহন রায়ের ভূমিকা:-
ক) ভারতের সমাজ সংস্কারক আন্দোলনের পথিকৃৎ রাজা রামমোহন রায় মনুসংহিতা ও অন্যান্য শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন যে শাস্তির বিধবাদের পুড়িয়ে মারার কোনো নির্দেশ দেওয়া হয়নি। রক্ষণশীল হিন্দু সমাজ যারা সতীদাহ প্রথার সমর্থন ছিল তাদের বিরুদ্ধে রাজা রামমোহন রায় রুখে দাঁড়িয়েছিলেন।
খ) জনমত গঠনের জন্য সম্বাদ কৌমুদী পত্রিকার প্রকাশ করে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন চালিয়েছিলেন।
গ) সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায়ের জোরালো আন্দোলন ফলশ্রুতি হিসেবে লর্ড উইলিয়াম বেন্টিং ১৮২৯ খ্রিস্টাব্দে আইন প্রণয়ন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন।
৩) চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য কী ছিল ?
১৭ ৯৩ খ্রিস্টাব্দে ২২ শে মার্চ বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। এই ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি হল--
ক) জমিদাররা বংশানুক্রমিকভাবে জমির উত্তরাধিকারী স্বত্ব ভোগ করতে পারত না । বিনিময়ে জমিদারকে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে সরকারি কোষাগারকে ভূমি রাজস্ব জমা দিতে হতো।
0 মন্তব্যসমূহ