অষ্টম শ্রেণীর( অষ্টম অধ্যায়) ইতিহাস সাজেশন – ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার অষ্টম অধ্যায় প্রশ্ন ও উত্তর
” অষ্টম শ্রেণীর ইতিহাস – ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার (অষ্টম অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি অতি VVI topic অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8 Class 8th / WB Class XII /Class 8
পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য খুব Important। তোমরা যারা ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার (অষ্টম অধ্যায়) – অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর
1)করে স্বাধীন ভারতরাষ্ট্রের জন্ম হয়
উত্তর:১৯৪৭ খ্রিস্টাব্দে ১৫ ই আগস্ট
2) ভারতীয় সংবিধানটি কবে গণপরিষদে গৃহীত হয় ?
উত্তর:১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর
3) রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন ?
উত্তর:পাঁচ বছরের জন্য
4) ভারতের কেন্দ্রীয় আইন সভা কি নামে পরিচিত ?
উত্তর:সংসদ বা পার্লামেন্ট
5) ভারতের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
উত্তর: দুই কক্ষ বিশিষ্ট।
উত্তর: দুই কক্ষ বিশিষ্ট।
6) ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কি?
উত্তর:রাজ্যসভা
7) ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি?
উত্তর:লোকসভা
8) ‘ সংবিধান ' বলতে কী বোঝায় ?
উত্তর:রাজ্যসভা
7) ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি?
উত্তর:লোকসভা
8) ‘ সংবিধান ' বলতে কী বোঝায় ?
উত্তর:কতকগুলি আইনের সমষ্টি
9) কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি সংবিধান সভা গঠনের প্রস্তাব গ্রহণ করে ?
উত্তর:১৯৪৬ খ্রিস্টাব্দে
10) সংবিধান সভার কাজ কী ছিল ?
উত্তর: ভারতের জন্য সংবিধান রচনা করা
11) কে ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ?
উত্তর: ডক্টর রাজেন্দ্র প্রসাদ
12) ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ?
উত্তর: বি আর আম্বেদকর
অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর
13) কোন্ দিনটিতে ভারতে ‘ সাধারণতন্ত্র দিবস ’ পালিত হয় ?
উত্তর:১৯৫০ খ্রিস্টাব্দে 26 শে জানুয়ারি
14) পৃথিবীর বৃহত্তম সংবিধান কোনটি ?
উত্তর:ভারতীয় সংবিধান
উত্তর:ভারতীয় সংবিধান
15) কাকে ‘ সংবিধানের বিবেক ’ বলা হয় ?
উত্তর:প্রস্তাবনাকে
16) সংবিধানের আত্মা ' কাকে বলা হয় ?
উত্তর:প্রস্তাবনাকে
উত্তর:প্রস্তাবনাকে
17) ভারত অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলে ভারতকে কী বলা হয় ?
উত্তর:সার্বভৌম
18)সমাজতন্ত্রে উৎপাদনের উপকরণের উপর কার মালিকানা থাকে ?
উত্তর:রাষ্ট্র বা সমাজের
উত্তর:সার্বভৌম
18)সমাজতন্ত্রে উৎপাদনের উপকরণের উপর কার মালিকানা থাকে ?
উত্তর:রাষ্ট্র বা সমাজের
19) ভারত কোন ধরনের অর্থনীতির দেশ ?
উত্তর: মিশ্র অর্থনীতির
20)ভারতীয় সংবিধানে ‘ গণতন্ত্র ’ বলতে কী বোঝানো হয়েছে ?
উত্তর: মিশ্র অর্থনীতির
20)ভারতীয় সংবিধানে ‘ গণতন্ত্র ’ বলতে কী বোঝানো হয়েছে ?
উত্তর:প্রাপ্তবয়স্কের ভোটাধিকার
21) সংবিধান অনুযায়ী ভারতীয় শাসনতন্ত্রের উৎস ও রক্ষক কে ছিলেন ?
উত্তর:ভারতীয় জনগণ
22)আইন ও তত্ত্বগত দিক থেকে বিচার করলে ভারতে কেন্দ্রীয় শাসনবিভাগের প্রধান কে ?
উত্তর:রাষ্ট্রপতি
23) রাষ্ট্রপতি ভারতীয় জনগণের দ্বারা কীভাবে নির্বাচিত হন ?
উত্তর:পরোক্ষভাবে
24) বাস্তবে কার নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীপরিষদ দ্বারা রাষ্ট্রপতির নামে শাসনকার্য পরিচালিত হয় ?
উত্তর: প্রধানমন্ত্রীর
25) পলাশীর যুদ্ধের পর ভারতবর্ষে উপনিবেশিক শাসন কায়েম ছিল কত বছর?
উত্তর: ১৯০ বছর
26) স্বাধীন ভারতে সংবিধান কার্যকর হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:১৯৫০ খ্রিস্টাব্দে 26 শে জানুয়ারি
27) স্বাধীন ভারতের সংবিধান মূল রূপকার কে ছিলেন?
উত্তর:বি আর আম্বেদকর
28) গণপরিষদ গঠিত হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:১৯৪৬ খ্রিস্টাব্দে
উত্তর:১৯৪৬ খ্রিস্টাব্দে
29)রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে?
উত্তর: ৩৫ বছর
30) স্পিকারের অবর্তমানে কে লোকসভার কাজ পরিচালনা করেন?
উত্তর: ডেপুটি স্পিকার(Deputy Speaker)
উত্তর: ডেপুটি স্পিকার(Deputy Speaker)
31) প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?
উত্তর: রাষ্ট্রপতি (President)
32) রাজ্যপাল কে নিয়োগ করে?
উত্তর: রাষ্ট্রপতি (President)
33) মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন?
উত্তর: রাজ্যপাল
34) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তর:প্রফুল্ল চন্দ্র ঘোষ
35) রাজ্যের আইনসভার উচ্চ বক্ষের নাম কি?
উত্তর:বিধান পরিষদ
36) রাজ্যের আইন সভার নিম্নকক্ষের নাম কি?
উত্তর: বিধানসভা
37) পৌরসভার সদস্যদের কি বলা হয়?
উত্তর : কাউন্সিলর
38) কত খ্রিস্টাব্দে সংবিধানগতভাবে জমি ও সম্পত্তির অধিকার রক্ষার ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে?
উত্তর:২০০৫ খ্রিস্টাব্দে
39) পরিবারের কোন মহিলা যদি কোন ঘটনায় নিপীড়নের শিকার হন তাহলে তিনি কোন আইন বলে সুরক্ষা পেতে পারেন?
উত্তর:পারিবারিক হিংসারোধ আইন
40) পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল?
উত্তর:মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের মধ্যে
41) ক্লাউড কমিশন কবে গঠিত হয়?
উত্তর:১৯৭৬ খ্রিস্টাব্দে
42) বেটি প্রথা কি?
উত্তর:বেটি প্রথা হলো বিনা পারিশ্রমীকে ভূস্বামীর কাজ করা বা বেগার খাটা।
43) 'চিপকো' কথার অর্থ কি?
উত্তর: জড়াও।
44) চিপকো' আন্দোলন কোথায় সংঠিত হয় ?
উত্তর: উত্তর ভারতের হিমালয় সংলগ্ন অঞ্চলে।
45) তেভাগা আন্দোলনের একজন নেতার নাম লেখ?
উত্তর: চালু মজুমদার
46) চিপকো আন্দোলনের কি ভাবে হয়েছিল?
উত্তর : গাছ কাটা আটকাতে গাছকে জড়িয়ে ধরে চিপকো আন্দোলন হয়েছিল।
47) কোন দশক থেকে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়?
১৯৭০ এর দশক থেকে।
0 মন্তব্যসমূহ