Advertisement

Responsive Advertisement

নিষ্ঠুরতা নিয়ে মনীষীদের উক্তি। Quotes about Cruelty

আমরা সকলেই মানুষ তাই আমাদের রাগ, দুঃখ, কষ্ট সবই আছে। এই রাগকে ধরে রাখার ক্ষমতা একমাত্র আমাদেরই আছে অন্য কোন জন্তু জানোয়ারের মধ্যে নেই। তাই আমরা মানুষ। আমরা রাগ করার পরেই যে ক্ষতি হয় তা সারা জীবন ধরে পূরণ করতে হবে।



তুমি যদি রেগে যাও তবে তা ঠিক আছে, কিন্তু তুমি যদি নিষ্ঠুরতা দেখাও তবে মোটেও তা ঠিক নেই।

পিকচার কোটস

নিষ্ঠুরতা হতে পারে খুবই মানবিক কিংবা নিষ্ঠুরতা হতে পারে সাংস্কৃতিক, কিন্তু ইহা কখনোই গ্রহণযোগ্য নয়।

জোডিয়ে ফোস্টার



সকল নিষ্ঠুরতার আবির্ভাবই হয়ে থাকে একদম চরম দুর্বলতা থেকে।

লুসিয়াস অ্যানেয়াস সেনেকা



দুর্বলতা যার ভিতরে আছে সেই কেবল নিষ্ঠুরতা দেখাতে পারে। আর ভদ্রতা কেবল শক্তিশালীদের থেকেই আশা করা যায়।

লিও বুস্কাগিলা



ভীতুরাই কেবল নিষ্ঠুর হতে পারে, সাহসীরা তো ভালোবাসে দয়া এবং অন্যকে রক্ষা করা।

জন গে


নিষ্ঠুরতা হতে পারে খুবই মানবিক কিংবা নিষ্ঠুরতা হতে পারে সাংস্কৃতিক, কিন্তু ইহা কখনোই গ্রহণযোগ্য নয়।

জোডিয়ে ফোস্টার



নিষ্ঠুরতা কোনো ব্যক্তিগত ঐতিহ্য নয় বরং তা হলো এক প্রকার অভ্যাস।

রিক ইয়ানসি



আমাদের সবচেয়ে বড় নিষ্ঠুরতা হলো আমাদের চোখ থাকার পরও অন্ধত্ব অন্যকে ছোট দেখানোর জন্য।

সংগৃহীত


রাগ সর্বদাই নিষ্ঠুরতার মাধ্যমে শেষ হয়।

ভারতীয় প্রবাদ



মানুষের সর্বোচ্চ দায়িত্ব হলো প্রাণীদেরকে নিষ্ঠুরতা থেকে বাচানো।

এমিলি জোলা




নিষ্ঠুরতা হলো প্রকৃতিরই একটা অংশ, অন্তত মানষের একটা স্বাভাবিক প্রকৃতি। তবে বেশির ভাগ সময়ই এটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়।

রবিনসন জেফারস



অন্যদের নিষ্ঠুরতা দেখানোর মানে সব সময়ই এই যে আমরা আমাদেরকে নিষ্ঠুরতা দেখাচ্ছি।

পল টিলিক



নিষ্ঠুরতা হলো এমন এক ভাষা যা একজন অন্ধ পর্যন্ত দেখতে পারে, বধিরও শুনতে পারে এবং হৃদয় চিরকাল তা অনুভব করে।

শ্যানন এল. আল্ডার


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ