Madhyamik 2025 madhyamik question short

 Madhyamik 2025 madhyamik question short Madhyamik history , মাধ্যমিক প্রশ্ন উত্তর ইতিহাস



1)সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন— (ক) চুয়াড় বিদ্রোহে (খ) কোল বিদ্রোহে (গ) মুন্ডা বিদ্রোহে (ঘ) সাঁওতাল বিদ্রোহে  


2) কোন্ বিদ্রোহের পর 'তিন কাঠিয়া প্রথা' চালু হয়? (ক) কোল বিদ্রোহ (খ) নীল বিদ্রোহ (গ) মুন্ডা বিদ্রোহ (ঘ) ফরাজী আন্দোলন  


3) কোন সম্প্রদায়ের মানুষ 'তানা ভগৎ আন্দোলন' শুরু করেছিল? (ক) ওরাও (খ) ভিল (গ) কোল (ঘ) পাইক  


4) হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল— (ক) ১৮৩৭ খ্রি. (খ) ১৮৫৭ খ্রি. (গ) ১৮৬৭ খ্রি. (ঘ) ১৮৯৯ খ্রি.  


5)'বর্তমান ভারত' লিখেছিলেন— (ক) স্বামী শুদ্ধানন্দ (খ) স্বামী দয়ানন্দ (গ) স্বামী বিবেকানন্দ (ঘ) স্বামী নিত্যানন্দ  


6) 'জাঁতাসুর' ছবিটি কার আঁকা? (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর (খ) রামকিঙ্কর বেইজ (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর  


6)'শাহেনশা-ই-হিন্দুস্তান' রূপে কাকে শ্রদ্ধা করা হতো? (ক) দ্বিতীয় বাহাদুর শাহ (খ) দ্বিতীয় শাহ আলম (গ) দ্বিতীয় আকবর (ঘ) লর্ড ক্লাইভ  


7) 'শিক্ষার হেরফের' প্রবন্ধটির লেখক কে? (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) স্বামী বিবেকানন্দ (ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ  


8)'বাংলা মুদ্রণ শিল্পের বিশ্বকর্মা' কাকে বলা হয়? (ক) চার্লস উইলকিন্স (খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (গ) পঞ্চানন কর্মকার (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  


9)'সারা ভারত কিষাণ সভা' কবে গঠিত হয়? (ক) ১৯৩০ খ্রি. (খ) ১৯৪১ খ্রি. (গ) ১৯২৮ খ্রি. (ঘ) ১৯৩৬ খ্রি.  


10) কোন্ মামলাকে ব্রিটিশ পার্লামেন্ট 'জুডিশিয়াল স্ক্যান্ডাল' বলেছিল? (ক) আলিপুর বোমা মামলা (খ) কাকোরি মামলা (গ) দিল্লী মামলা (ঘ) মিরাট ষড়যন্ত্র মামলা  


11) পুরুলিয়া জেলা কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? (ক) ১৯৫৬ খ্রি. (খ) ১৯৪৭ খ্রি. (গ) ১৯৫০ খ্রি. (ঘ) ১৯৪৯ খ্রি.  


12) হরি সিং কোন্ দেশীয় রাজ্যের রাজা ছিলেন? (ক) জুনাগড় (খ) সিকিম (গ) কাশ্মীর (ঘ) হায়দ্রাবাদ 


13) বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন—  

(ক) তিন বছর (খ) চার বছর (গ) দশ বছর (ঘ) বারো বছর  


14 'কুচিপূড়ি' যে রাজ্যের নৃত্যশৈলী—  

(ক) তামিলনাড়ু (খ) কেরল (গ) অন্ধ্রপ্রদেশ (ঘ) অসম  


15 দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন— (ক) ১৮৩০ খ্রিঃ (খ) ১৮৩৩ খ্রিঃ (গ) ১৮৪৩ খ্রিঃ (ঘ) ১৮৫০ খ্রিঃ  


16জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন—  

(ক) আলেকজেন্ডার ডাফ (খ) ডেভিড হেয়ার (গ) উইলিয়াম কেরি (ঘ) ড্রিংকওয়াটার বিটন  


17 ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন? (ক) সাঁওতাল (খ) সন্ন্যাসী ফকির (গ) চুয়াড় (ঘ) কোল  


18 প্রথম বাঙালী সংবাদপত্র প্রকাশক ও বিক্রেতা—  

(ক) রামানন্দ চট্টোপাধ্যায় (খ) গঙ্গাকিশোর ভট্টাচার্য (গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ (ঘ) অক্ষয় কুমার দত্ত  


19) 'লাঙল' পত্রিকার মুখপত্র ছিল—  

(ক) স্বরাজ্য দল (খ) যুগান্তর দল (গ) বাংলার শ্রমিক -কৃষক দল (ঘ) কমিউনিস্ট দল  


20) রশিদ আলি দিবস পালিত হয়েছিল—  

(ক) নৌবিদ্রোহ (খ) খিলাফৎ আন্দোলন (গ) আইন অমান্য (ঘ) আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবিতে  


21) কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ—  

(ক) ডা. এম. জে. ব্রামলি (খ) ডা. এইচ. এইচ. গুডিভ (গ) ডা. এন. ওয়ালিশ (ঘ) ডা. জে. গ্রান্ট  


22 ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইন ভাগ করা হয়—  

(ক) দুটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি স্তরে  


23) প্রাচ্যবাদী হিসাবে পরিচিত—  

(ক) ডেভিড হেয়ার (খ) থমাস মেকলে (গ) উইলিয়াম জোন্স (ঘ) চালর্স মেটকাফ  


24) ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়—  

(ক) লর্ড রিপন (খ) লর্ড ক্যানিং (গ) লর্ড লিটন (ঘ) লর্ড ডালহৌসি  


24) নোবেল পাওয়া বিজ্ঞানী (IACS)—  

(ক) জগদীশ চন্দ্র বসু (খ) সি.ভি. রমন (গ) প্রফুল্ল চন্দ্র রায় (ঘ) সত্যেন্দ্রনাথ বসু  


25) রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত—  

(ক) মালাবার (খ) কোঙ্কন (গ) ওড়িশা (ঘ) গোদাবরী উপত্যকা 


26) রানি শিরোমণি নেতৃত্ব দেন—  

(ক) চুয়াড় বিদ্রোহে (খ) কোল বিদ্রোহে (গ) সাঁওতাল বিদ্রোহে (ঘ) মুন্ডা বিদ্রোহে  


27) সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঘটনাকে 'যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব' বলেছেন—  

(ক) উইলিয়াম ওয়ার্ড (খ) ওয়ারেন হেস্টিংস (গ) কর্ণেল টড (ঘ) সি.আর. উইলসন  


28এনফিল্ড রাইফেল ব্যবহারের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ দেখায়—  

(ক) বহরমপুর ১১ নং নেটিভ ইনফ্যান্ট্রি (খ) ব্যারাকপুর ৩৪ নং নেটিভ ইনফ্যান্ট্রি  

(গ) মিরাট ২৬ নং নেটিভ ইনফ্যান্ট্রি (ঘ) কানপুর ১৭ নং ইনফ্যান্ট্রি  


29 'বন্দেমাতরম' সঙ্গীতটি রচিত হয়—  

(ক) ১৮৭০ (খ) ১৮৮২ (গ) ১৮৭৫ (ঘ) ১৮৭৬ খ্রীষ্টাব্দে  


30 'রাষ্ট্রগুরু' নামে পরিচিত ছিলেন—  

(ক) রামমোহন রায় (খ) রাজনারায়ণ বসু (গ) নবগোপাল মিত্র (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়  


31 মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন—  

(ক) মেঘনাদ সাহা (খ) সিলভি রায় (গ) প্রফুল্ল চন্দ্র রায় (ঘ) তপন চন্দ্র ঘোষ  


32বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন—  

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) রথীন্দ্রনাথ ঠাকুর (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর (ঘ) জওহরলাল নেহেরু  


33 "লাঙল যার জমি তার" যে আন্দোলনের সঙ্গে যুক্ত—  

(ক) অসহযোগ আন্দোলন (খ) একা আন্দোলন (গ) তেভাগা আন্দোলন (ঘ) তেলেঙ্গানা আন্দোলন


34 'গণবানী' পত্রিকার সম্পাদক ছিলেন—  

(ক) কাজী নজরুল ইসলাম (খ) এস. এ. ডাঙ্গে (গ) মুজাফ্ফর আহমেদ (ঘ) সন্তোষ সিং  


35) ভারতের প্রথম 'মে দিবস' পালিত হয়—  

(ক) ১৯২০ (খ) ১৯২১ (গ) ১৯২২ (ঘ) ১৯২৩ খ্রীষ্টাব্দে  


36 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন—  

(ক) ভগত সিং (খ) বিনয় বসু (গ) সূর্য সেন (ঘ) রাসবিহারী বসু  


37 'ভারতে বিপ্লববাদের জননী' ছিলেন—  

(ক) মুথুলক্ষ্মী রেড্ডি (খ) সরোজিনী নাইডু (গ) বাসন্তীদেবী (ঘ) মাদাম কামা  


38 'ভারতের বিপ্লববাদের জনক' বলা হয়—  

(ক) বারীন্দ্রকুমার ঘোষ (খ) ক্ষুদিরাম বসু (গ) সতীশচন্দ্র বসু (ঘ) বাসুদেব বলবন্ত ফাড়কে  


39স্বাধীনতা লাভের প্রাক্কালে ভারতের ভাইসরয় ছিলেন—  

(ক) ক্লিমেন্ট এটলি (খ) লর্ড ওয়াভেল (গ) লর্ড মাউন্টব্যাটেন (ঘ) চক্রবর্তী রাজাগোপালাচারী  


40 কাশ্মীরের হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন—  

(ক) ১৯৪৭ (খ) ১৯৪৭, ২৬ অক্টোবর (গ) ১৯৪৮, ২৬ আগস্ট (ঘ) ১৯৪৮, ২৬ অক্টোবর  

 

41 দিল্লি নিয়ে ঘোষণা করেছেন—  

(ক) রাধারমণ মিত্র (খ) জন টেরাইন (গ) ক্রিস্টিন ভবিন (ঘ) নারায়ণী গুপ্ত  

  


42'উইমেন ইন মডার্ন ইন্ডিয়া' লিখেছেন—  

(ক) এম. এন শ্রীনিবাস খ) রানা প্রকাশ (গ) জে.ডি. বার্নাল (ঘ) নীরা দেশাই  


43)সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন—  

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) রামপ্রসাদ মিত্র (গ) হরিশচন্দ্র রায় (ঘ) কৃণ কুমার মিত্র  


44ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন—  

(ক) কিষান চন্দর (খ) সাদাত হাসান (গ) খুশবন্ত সিং (ঘ) মুনশি প্রেমচাঁদ  


45) কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন—  

(ক) লর্ড লিটন (খ) লর্ড রিপন (গ) লর্ড বেন্টিঙ্ক (ঘ) বেথুন  


46) ভারতীয় উপমহাদেশের প্রধান মহিলা কলেজ হল—  

(ক) বিদ্যাসাগর কলেজ (খ) সুরেন্দ্রনাথ কলেজ (গ) হিন্দু কলেজ (ঘ) বেথুন কলেজ  


47) পটলডাঙ্গা একাডেমি তৈরি হয়—  

(ক) ১৮১২ খ্রিস্টাব্দে (খ) ১৮১৫ খ্রিস্টাব্দে (গ) ১৮১৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৮১৮ খ্রিস্টাব্দে  


48)বিধবা বিবাহ হয়েছিল ১৮৫৬ সালে—  

(ক) ৫ ডিসেম্বর (খ) ৭ জানুয়ারি (গ) ৮ নভেম্বর (ঘ) ৭ ডিসেম্বর  


49)ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন—  

(ক) রামমোহন রায় (খ) রাধাকান্ত দেব (গ) ভগবতী দেবী (ঘ) বিদ্যাসাগর  


50)প্রথম শব ব্যবচ্ছেদ হয়েছিল—  

(ক) ১৮৩৪ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৪০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৩৬ খ্রিস্টাব্দে  


51) তত্ত্ববোধিনী সভা গড়ে ওঠে—  

(ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৬ খ্রিস্টাব্দে (গ) ১৮৩৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৩৯ খ্রিস্টাব্দে  


52 'বিদ্রোহী রাজা' নামে পরিচিত ছিলেন—  

(ক) শম্ভুনাথ পাল (খ) মেঘাই সর্দার (গ) মহেশ রঞ্জন রায় (ঘ) ঈশান চন্দ্র  


53)Eighteen Fifty Seven* গ্রন্থ লিখেছেন—  

(ক) রমেশ চন্দ্র মজুমদার (খ) সুশোভন সরকার (গ) সুপ্রকাশ রায় (ঘ) ড. সুরেন্দ্রনাথ সেন  


54)নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়—  

(ক) ১৮৮০-এর দশকে (খ) ১৯৪০-এর দশকে (গ) ১৯৫০-এর দশকে (ঘ) ১৯৬০-এর দশকে  


55)জেমস অগাস্টাস হিকি কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন—  

(ক) ১৭৭৪ খ্রিস্টাব্দে (খ) ১৭৭৫ খ্রিস্টাব্দে (গ) ১৭৭৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৭৭৭ খ্রিস্টাব্দে  


56) 'মিরাট ষড়যন্ত্র মামলা' হয়েছিল—  

(ক) জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে (খ) কৃষক নেতাদের বিরুদ্ধে (গ) বিপ্লবীদের বিরুদ্ধে (ঘ) শ্রমিক নেতাদের বিরুদ্ধে  


57)ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন—  

(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) কৃষ্ণ কুমার মিত্র (গ) শচীন্দ্র প্রসাদ বসু (ঘ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়  


58)নগরখানা পাহাড় যুদ্ধ হয়েছিল—  

(ক) ১৯২০ খ্রিস্টাব্দে (খ) ১৯২১ খ্রিস্টাব্দে (গ) ১৯২২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দে  


59)লর্ড হার্ডিঞ্জকে বোমা নিক্ষেপ করেছিলেন—  

(ক) চন্দ্রশেখর আজাদ (খ) রাজগুরু (গ) বটুকেশ্বর দত্ত (ঘ) রাসবিহারী বসু  


60) নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল—  

(ক) ১৯১৮ খ্রিস্টাব্দে (খ) ১৯১৯ খ্রিস্টাব্দে (গ) ১৯২০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে  



61)"বিশ্ব পরিবেশ দিবস" পালিত হয়-  

(ক) ২৪শে ফেব্রুয়ারি (খ) ৮ই মার্চ (গ) ৫ই জুন (ঘ) ৮ই জানুয়ারি  


62)বঙ্কিমচন্দ্র "বঙ্গদর্শন” সম্পাদনা করেছিলেন-  

(ক) তিন বছর (খ) চার বছর (গ) পাঁচ বছর (ঘ) ছয় বছর  


63) "গ্রামবার্তা প্রকাশিকা" প্রকাশিত হত-  

(ক) যশোর থেকে (খ) রানাঘাট থেকে (গ) কুষ্টিয়া থেকে (ঘ) বারাসাত থেকে  


64) দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন-  

(ক) ১৮৩০ খ্রিঃ (খ) ১৮৩৩ খ্রিঃ (গ) ১৮৪৩ খ্রিঃ (ঘ) ১৮৫০ খ্রিঃ  


65)কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন-  

(ক) ডঃ এম. জে. ব্রামলি (খ) ডঃ এইচ. এইচ. গুডিভ (গ) ডঃ এন. ওয়ালিশ (ঘ) ডঃ জে. গ্রান্ট  


66) "জঙ্গল মহল” নামে পৃথক জেলা গঠন হয়-  

(ক) সাঁওতাল বিদ্রোহের পরে (খ) কোল বিদ্রোহের পরে (গ) চুয়াড় বিদ্রোহের পরে (ঘ) মুন্ডা বিদ্রোহের পরে  


67সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন-  

(ক) সরলা দেবী চৌধুরাণী (খ) রাণী শিরোমণি (গ) দেবী চৌধুরাণী (ঘ) রাণী দুর্গাবতী  


68) মহাবিদ্রোহকে (১৮৫৭) যে ব্রিটিশ লেখক "সিপাহি বিদ্রোহ" বলেন-  

(ক) চার্লস রেইকস (খ) নর্টন (গ) ম্যালেসন (ঘ) ডিজরেলি  


69) "হিন্দুমেলা" শুরু হয়-  

(ক) ১৮৬৭ খ্রিঃ (খ) ১৮৭০ খ্রিঃ (গ) ১৮৭২ খ্রিঃ (ঘ) ১৮৭৫ খ্রিঃ  


70) গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন-  

(ক) সংগীত শিল্পী (খ) নাট্যকার (গ) কবি (ঘ) ব্যঙ্গ চিত্রশিল্পী  


 71) বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ-  

(ক) উইলিয়াম কেরি (খ) রামমোহন রায় (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) গঙ্গাকিশোর ভট্টাচার্য  


72) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়-  

(ক) ১৯০৫ খ্রিঃ (খ) ১৯০৬ খ্রিঃ (গ) ১৯১১ খ্রিঃ (ঘ) ১৯১২ খ্রিঃ  


73)কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল-  

(ক) কলকাতায় (খ) দিল্লিতে (গ) বোম্বাইতে (ঘ) মাদ্রাজে  


74)মোপলা বিদ্রোহ (১৯২১) হয়েছিল-  

(ক) কোঙ্কন উপকূলে (খ) মালাবার উপকূলে (গ) গোদাবরী উপত্যকায় (ঘ) তেলেঙ্গানা অঞ্চলে  


 75)কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন-  

(ক) বীরেন্দ্রনাথ শাসমল (খ) বাবা রামচন্দ্র (গ) ফজলুল হক (ঘ) প্রফুল্ল সেন  


 76)বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাক্সনকে হত্যা করার চেষ্টা করেন-  

(ক) বীণা দাস (খ) কল্পনা দত্ত (গ) প্রীতিলতা ওয়াদ্দেদার (ঘ) সুনীতি চৌধুরী  


77) "নারী কর্ম মন্দির" প্রতিষ্ঠা করেছিলেন-  

(ক) উর্মিলা দেবী (খ) বাসন্তী দেবী (গ) সরলা দেবী চৌধুরাণী (ঘ) সুনীতি দেবী  


78)"আত্মসম্মান আন্দোলন" শুরু করেন-  

(ক) রামস্বামী নাইকার (খ) নারায়ণ গুরু (গ) ভীমরাও আম্বেদকর (ঘ) গান্ধিজি  


79) গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়-  

(ক) কাশ্মীর (খ) হায়দ্রাবাদ (গ) জুনাগড় (ঘ) জয়পুর  


80)পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল-  

(ক) গোদাবরী উপত্যকায় (খ) দক্ষিণ উড়িষ্যায় (গ) কাথিয়াবাড় উপদ্বীপে (ঘ) মালাবার উপকূলে  


81)'স্ত্রীলোকের পরিচ্ছদ' গ্রন্থটি লিখেছেন-  

(ক) লীলা রায় (খ) সৌদামিনী খাস্তগীর (গ) মেধা পাটেকর (ঘ) সরলাদেবী চৌধুরাণী  


82) বিপ্রদাস মুখোপাধ্যায় 'পাক-প্রণালী' গ্রন্থটি লিখেছেন-  

(ক) ১৮৯৭ খ্রী. (খ) ১৮৯৯ খ্রী. (গ) ১৯১১ খ্রী. (ঘ) ১৯২৩ খ্রী.  


83) 'নীলদর্পণ' নাটকটি প্রথম অভিনীত হয়-  

(ক) ১৮৬২ খ্রী. ২০-জুন (খ) ১৮৬৫ খ্রী. ১০-এপ্রিল (গ) ১৮৭২ খ্রী. ৭-ডিসেম্বর (ঘ) ১৯০৫ খ্রী. ৩-মার্চ  


84) রেনেসাঁস কথাটি প্রথম ব্যবহার করেন-  

(ক) মিশেলেট (খ) গিরিশচন্দ্র ঘোষ (গ) ডিরোজিও (ঘ) আনন্দ কুমার দত্ত  


85) 'বেঙ্গল রেকর্ডার' পত্রিকাটি পরে যে নামে প্রকাশিত হয়-  

(ক) বামাবোধিনী (খ) হিন্দু পেট্রিয়ট (গ) এনক্যোয়ারার (ঘ) সঞ্জীবনী  


86)উইলিয়াম হান্টার যে বিদ্রোহীদের 'লাল প্রজাতন্ত্রী' বলেছেন-  

(ক) সাঁওতাল বিদ্রোহ (খ) ওয়াহাবি আন্দোলন (গ) ফরাজি আন্দোলন (ঘ) মুন্ডা বিদ্রোহ  


86) 'The Blue Mutiny' গ্রন্থটি লিখেছেন-  

(ক) বেলয়ার ক্লিং (খ) ডেভিড হেয়ার (গ) মার্শম্যান (ঘ) কাজী নজরুল  


87) আদিপর্বে 'হিন্দুমেলা' যে নামে পরিচিত ছিল-  

(ক) সারস্বত মেলা (খ) চৈত্র মেলা (গ) বৈশাখী মেলা (ঘ) বই মেলা  


88)'সত্যানন্দ' চরিত্রটি যে গ্রন্থে আছে-  

(ক) বর্তমান ভারত (খ) গোরা (গ) আনন্দমঠ (ঘ) ঘরোয়া  


89) সিপাহিরা বাহাদুর শাহকে ভারত সম্রাট বলে ঘোষণা করে ১৮৫৭ খ্রীষ্টাব্দের-  

(ক) ২৪-এপ্রিল (খ) ১০-মে (গ) ১১-মে (ঘ) ১৪-জুন  


90) বাংলা বিশ্বকোষ 'বিদ্যাহারাবলি' লিখেছেন-  

(ক) উইলিয়াম কেরি (খ) প্যারীচাঁদ মিত্র (গ) ফেলিক্স কেরি (ঘ) বিদ্যাসাগর  


91) প্রথম সচিত্র বাংলা বই 'অন্নদামঙ্গল' প্রকাশিত হয়-  

(ক) ১৭৬৮ খ্রী. (খ) ১৮১৬ খ্রী. (গ) ১৮৯৩ খ্রী. (ঘ) ১৯০৭ খ্রী.  


92) ভারতে প্রথম 'মে দিবস' পালন করেন-  

(ক) সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার (খ) এস.এ.ডাঙ্গে (গ) এম.এন.রায় (ঘ) জয় প্রকাশ নারায়ণ  


93) ভারতে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে-  

(ক) ১৮৭০ খ্রী. ২০-জুন (খ) ১৮৯২ খ্রী. ১৩-মার্চ (গ) ১৯১৬ খ্রী. ১৯-মে (ঘ) ১৯৪২ খ্রী. ১৭-ডিসেম্বর  


94) 'অবশক্তি' পত্রিকার সম্পাদক ছিলেন-  

(ক) নুমিত সরকার (খ) মনোরঞ্জন গুহ ঠাকুরতা (গ) অরবিন্দ ঘোষ (ঘ) বিদ্যাসাগর  



 95) নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হল-  (ক) ভদ্রলোক (খ) বুদ্ধিজীবী (গ) সাধারণ মানুষ (ঘ) চাকুরিজীবী  


 96) 'সোম প্রকাশ' পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়েছিল-  

(ক) ১৮৭৬ খ্রিষ্টাব্দে (খ) ১৮৭৮ খ্রিষ্টাব্দে (গ) ১৮৮০ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮৮৬ খ্রিষ্টাব্দে  


97) মাসিক 'বামাবোধিনী' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন- 

 (ক) উমেশ চন্দ্র দত্ত (খ) ঈশ্বর গুপ্ত (গ) ডেভিড হেয়ার (ঘ) রামমোহন রায়  


98) ভারতে শিক্ষার 'চুইয়ে পড়া' নীতির প্রবর্তক ছিলেন- 

 (ক) উইলিয়াম বেন্টিঙ্ক (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) চার্লস উড (ঘ) ড্রিঙ্ক ওয়াটার কিটন  


99) সতীদাহ প্রথা রদ হয়-  (ক) ১৮২৮ খ্রিষ্টাব্দে (খ) ১৮২৯ খ্রিষ্টাব্দে (গ) ১৮৩০ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮৫৬ খ্রিষ্টাব্দে  


100) ১৮৭৮ খ্রিষ্টাব্দের অরণ্য আইনে অরণ্য ভাগ করা হয়-  

(ক) দুটি স্তরে (খ) তিনটি স্তরে (গ) চারটি স্তরে (ঘ) পাঁচটি স্তরে  


101) রংপুরের কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল-  

(ক) ১৭৬০ খ্রীঃ (খ) ১৭৬৫ খ্রীঃ (গ) ১৭৭৫ খ্রীঃ (ঘ) ১৭৮৩ খ্রীঃ  


102) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্থানের সম্রাট ঘোষণা করেছিল-  

(ক) ঝাঁসি (খ) মিরাট (গ) ব্যারাকপুর (ঘ) দিল্লি  


103) ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল-  

(ক) ভারত সভা (খ) ভারতের জাতীয় কংগ্রেস (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা (ঘ) ল্যান্ডহোল্ডার্স সোসাইটি  


104) কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন?  

(ক) লর্ড লিটন (খ) লর্ড ডালহৌসী (গ) লর্ড কার্জন (ঘ) লর্ড রিপন  


105) পঞ্চানন কর্মকার ছিলেন একজন-  

(ক) বাংলা হরফ নির্মাণ বিশেষজ্ঞ (খ) পদার্থবিজ্ঞানী (গ) শিশু সাহিত্যিক (ঘ) সাংবাদিক  


106) শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন-  

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর (ঘ) দ্বারকানাথ ঠাকুর  


107) একতা আন্দোলনের নেতা ছিলেন-  (ক) মাদারি পাশি (খ) সর্দার বলভভাই প্যাটেল (গ) কল্যাণজি মেহতা (ঘ) কুনওয়াজি মেহতা  


108) ভারতে প্রথম 'মে দিবস' পালন করা হয়-  

(ক) কলকাতায় (খ) মাদ্রাজে (গ) দিল্লিতে (ঘ) লাহোরে  


109) 'ফরওয়ার্ড ব্লক' গঠন করেন-  

(ক) জওহরলাল নেহেরু (খ) সুভাষচন্দ্র বসু (গ) জয়প্রকাশ নারায়ণ (ঘ) নরেন্দ্র দেব  


110) 'ছাত্রী সংঘ' (AFS) গড়ে তোলেন-  (ক) প্রীতিলতা ওয়াদ্দেদার (খ) কল্পনা দত্ত (গ) লীলা নাগ (ঘ) কল্যাণী দাস  


111) কার্লাইল সার্কুলার জারি হয়-  

(ক) ১৯০৫ খ্রীঃ ১০ অক্টোবর (খ) ১৯০৫ খ্রীঃ ১০ নভেম্বর (গ) ১৯০৫ খ্রীঃ ১০ ডিসেম্বর (ঘ) ১৯০৬ খ্রীঃ ১০ জানুয়ারি  


112) 'নমঃশূদ্র আন্দোলনের জনক' বলা হয়-  

(ক) গান্ধিজীকে (খ) আম্বেদকরকে (গ) সুভাষচন্দ্র বসুকে (ঘ) গুরুচাঁদ ঠাকুরকে  


113) নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে?  

(ক) রণজিৎ গুহ (খ) বিপিন চন্দ্র (গ) ইরফান হাবিব (ঘ) সুমিত সরকার  


114) রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্ট পেশ করে-  

(ক) ১৯৫০ খ্রী. (খ) ১৯৫১ খ্রী. (গ) ১৯৫৫ খ্রী. (ঘ) ১৯৫৬ খ্রী.  



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ